• ‌মাঝ আকাশে আচমকা অসুস্থ পাইলট, ঢাকায় জরুরি অবতরণ বিমানের
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মাঝ আকাশে আচমকা অসুস্থ পাইলট, ঢাকায় জরুরি অবতরণ বিমানের। জানা গেছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ঢাকা থেকে কাতারে যাচ্ছিল। কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর বিমানটিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। শুক্রবার বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩২৫ উড়ানে এই ঘটনা ঘটে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশে রওনা হয়। কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর পাইলট অসুস্থ হলে বিমানটি ঢাকায় ফিরে আসে। রাত ৮টা নাগাদ বিমানটি ঢাকায় জরুরি অবতরণ করে। অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পাইলট পরিবর্তন করে বিমানটি রাত সাড়ে ১০টায় ফের দোহার উদ্দেশে রওনা দেয়। বিমানটিতে ৪১৯ জন যাত্রী ছিলেন।
  • Link to this news (আজকাল)