• ‌ কানাডায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের সন্তান, বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে দাবি পুলিশের ...
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কানাডায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের কন্যার। কানাডার অন্টারিও প্রদেশে থাকতেন তাঁরা। রহস্যজনকভাবে তাঁদের বাড়িতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন জনের। কানাডা পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত ৭ মার্চ। তিন জনের শরীর এতটাই পুড়ে গিয়েছিল, যে প্রথমে চিহ্নিত করা যায়নি। শেষমেশ পুলিশ জানায় মৃতদের নাম রাজীব ওয়ারিকাও (‌৫১)‌, শিল্পা কোঠা (‌৪৭)‌ ও মেহক ওয়ারিকাও (‌১৬)‌।অগ্নিকাণ্ডের পর প্রাথমিক তল্লাশি ও অনুসন্ধানের পর পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বাড়িতে আগুন লাগানো হয়েছিল। এটা দুর্ঘটনা নয় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার দিন তাঁরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন। তারপরই তারা দেখতে পান, বাড়িটি দাউদাউ করে জ্বলছে। জানা গেছে, রাজীব ওয়ারিকাও টরন্টো পুলিশে কাজ করতেন। ২০১৬ সালে তিনি অবসর নেন। মেহক ফুটবল খেলতেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)