• জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে আরও ৫ বছর নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার...
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের মোদি সরকার বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের নেতৃত্বাধীন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জেকেএলএফ-এর অধীনে থাকা আরও চারটি দলকে নিষিদ্ধ করা হয়েছে ভারতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে জেকেএলএফ-কে নিষিদ্ধ ঘোষণা করার কথা জানান। তিনি বলে, কেউ যদি দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে নষ্ট করার চেষ্টা করে, তবে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে সন্ত্রাস দমন আইনের আওতায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই দলকে। মার্চ মাসে সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তার আগেই আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিল মোদি সরকার।
  • Link to this news (আজকাল)