• জলদস্যুদের সঙ্গে ভারতীয় বায়ুসেনার গুলি বিনিময়
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মাল্টার একটি জাহাজকে অপহরণ করেছিল সোমালির জলদস্যুরা। সেই জাহাজ নিয়েই সমুদ্রপথে দাপিয়ে বেড়াচ্ছে তারা। অপহৃত সেই জাহাজ ব্যবহার করে সমুদ্রপথে অন্য পণ্যবাহী জাহাজগুলিকেও অপহরণ করছে। এবার জলদস্যুদের সেই জাহাজটিকে ধরার চেষ্টা করতেই ভারতীয় নৌসেনার হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালাল জলদস্যুরা। নৌসেনা সূত্রে খবর, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর এক্স-এমভি রুয়েন নামে মাল্টার পণ্যবাহী জাহাজটিকে সোমালিয়ার উপকূলের কাছ থেকে অপহরণ করেছিল জলদস্যুরা। সেই জাহাজটিকে কাজে লাগিয়েই ওই সমুদ্রপথে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজকে অপহরণের চেষ্টা করে তারা। শুক্রবারও ওই জাহাজটি নিয়েই বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজকে অপহরণের চেষ্টা করে সোমালি জলদস্যুরা। কিন্তু ওই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পেয়েই ভারতীয় নৌসেনার একটি জাহাজ উদ্ধারকাজে যায়। সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লা। ভারত মহাসাগর থেকে বাণিজ্যতরীটিকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। জাহাজের ২৩ জন নাবিককে পণবন্দি করে তারা। খবর পেয়ে উদ্ধারে ছুটে যায় ভারতীয় রণতবী। অপহরণের দুদিন পর জলদস্যুদের পরাস্ত করে জাহাজটিকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। নৌসেনার এক্স হ্যান্ডে লেখা হয়, ১২ মার্চ এমভি জাহাজটিকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। তবে জলদস্যুদের হাত থেকে সফলভাবে সকলকেই মুক্ত করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)