• নির্বাচনী বন্ড নিয়ে কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী...
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই অসাংবিধানিক ঘোষণা করে নির্বাচনী বন্ড ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গলায় অন্য সুর। তিনি বলেন, যদি নির্বাচনী বন্ড নিয়ে বিরোধী দল কংগ্রেসের কোনও নেতা সমাজমাধ্যমে অভিযোগ তুলে কোনও পোস্ট করেন, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। নওগাঁর কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলৈ নির্বাচন কমিশনে জমা দেওয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্যের কথা তুলে অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করেছে বিজেপি। শনিবার হিমন্ত বিশ্বশর্মা বলেন, কংগ্রেসের তোলা অভিযোগ একেবারে ভিত্তিহীন। আমাদের সরকার কোনও সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেনি। প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ নির্মাণ সংক্রান্ত একটি জনহিতকর কাজে ওই সংস্থা সহায়তা করেছে। এই প্রকল্পে অসমের জনগণকে উৎসর্গ করা হবে। 
  • Link to this news (আজকাল)