• ‌আবগারি দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিয়েই আগাম জামিন পেলেন কেজরি ...
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আদালতে হাজিরা দিয়েই আগাম জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার ইডির তলব এড়ান কেজরি। তাই কেজরিকে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার সশরীরে হাজিরা দেন তিনি। প্রসঙ্গত, রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল ইডি। অভিযোগ করা হয়েছিল, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আট বার সমন পাঠালেও তা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। অথচ তিনি সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, দলের ভোটপ্রচারে থাকছেন। অথচ ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না। ইডির বক্তব্য শোনার পর বৃহস্পতিবার আদালত জানায় কেজরিকে শনিবার হাজিরা দিতে হবে। তা মেনেই শনিবার হাজির হন তিনি। আর হাজিরা দিয়েই আগাম জামিন পেলেন তিনি। যদিও একই মামলায় এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেবার ১৭ ফেব্রুয়ারি আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির হন কেজরি। জানান, সে দিনই দিল্লি বিধানসভায় তাঁর সরকারের আস্থাভোট থাকায় সশরীরে হাজির হতে পারছেন না। বিচারক তাঁর সেই আবেদন মেনে নিয়েছিলেন। 
  • Link to this news (আজকাল)