• বুধবার অবধি বৃষ্টির সম্ভাবনা বঙ্গে
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবারও ঝ‌‌ড়–বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। শুধু তাই নয়, বুধবার অবধি দক্ষিণবঙ্গে ঝড়–বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শনিবার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার সর্বত্র বৃষ্টি বাড়বে। সোম থেকে বুধবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু দার্জিলিং এবং কালিম্পঙে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে, কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। তার ফলে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। 
  • Link to this news (আজকাল)