• বিধায়ক, মন্ত্রীদের বেতনবৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল
    আজকাল | ১৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নতুন অর্থবর্ষ শুরুর আগেই এই বিলে সই করলেন তিনি। ফলে এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে বেতন মিলবে। শনিবার রাজভবন থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়, দুটি বিলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। বিলগুলি হল পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যদের বেতন (সংশোধান বিল) ২০২৩ এবং পশ্চিমবঙ্গ বেতন এবং ভাতা (সংশোধন) বিল ২০২৩। প্রথম বিলটিতে বিধায়কদের বেতন এবং দ্বিতীয় বিলটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর বিধানসভার বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানিয়েছিলেন।  
  • Link to this news (আজকাল)