• মুখ্যমন্ত্রী কেমন আছেন? স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন চিকিৎসকরা
    আজ তক | ১৬ মার্চ ২০২৪
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ভাল আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। শনিবার সকালে এমনটাই জানালেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ভাল এবং স্থিতিশীল। তিনি সুস্থ হয়ে উঠছেন। আঘাতের কারণে যে ব্যথা ছিল, সেটাও অনেকটা কমে গিয়েছে।'

    এর আগেও চোট-আঘাত সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে বেরিয়ে পড়তে দেখা গিয়েছে। তবে সেটা না করাই শ্রেয় বলে মনে করছেন চিকিৎসকরা। ৬৯ বছর বয়সী মুখ্যমন্ত্রীকে আপাতত সম্পূর্ণ বিশ্রামের সুপারিশ করেছেন চিকিৎসকরা। SSKM হাসপাতালের এক উর্ধ্বতন আধিকারিক সংবাদসংস্থা PTI-কে এমনটা জানিয়েছেন। 
    তিনি আরও জানান, রাতে মুখ্যমন্ত্রী ভাল ঘুমিয়েছেন। আপাতত তাঁকে এভাবেই সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।
    বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবনে পড়ে যান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। পড়ে গিয়ে তাঁর কপালে এবং নাকে গুরুতর আঘাত লাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই হয়। এরপর সেদিনই বাড়ি ফিরে যান তিনি। 
    শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে তিন সদস্যের এক চিকিৎসক দল যান। তাঁর চেকআপ করেন তাঁরা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। 'আমাদের চিকিৎসকরা আজ মুখ্যমন্ত্রীর আরও এক দফা চেক-আপ করতে পারেন। তিনি SSKM-এ আসবেন নাকি আমাদের ডাক্তাররা তাঁর বাসভবনে তাঁকে দেখতে যাবেন, তা এখনও ঠিক হয়নি,' বলেন তিনি৷
  • Link to this news (আজ তক)