আদালতে হাজির কেজরিওয়াল, ১৫ হাজার টাকার বন্ডে জামিন
২৪ ঘন্টা | ১৬ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার ইডির তলব এড়ান কেজরি। তাই কেজরিকে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার সশরীরে আদালতে হাজির হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডি-র সমন মামলায় রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তার আগে আদালতে আবেদন জানিয়ে নিজেই ১৬ মার্চ হাজির হওয়ার কথা জানিয়েছিলেন কেজরিওয়াল।
দিল্লি আবগারি নীতি পরিবর্তন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ বার নোটিশ পাঠালেও ইডি-র সামনে হাজির হননি কেজরিওয়াল। তবে এদিন ১৫ হাজার টাকার বন্ডে জামিন পেলেন আপ সুপ্রিমো। মদ কেলেঙ্কারি মামলায় আটবার কেজরিওয়ালকে সমন জারি করেছে ইডি। প্রতি ক্ষেত্রেই তিনি ইডির সমন এড়িয়ে গিয়েছেন। এনিয়ে ইডি দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ দায়ের করে। তবে কেজরিওয়াল পঞ্চমবার তলব এড়ানোর পরেই দিল্লির আদালতের দ্বারস্থ হয় ইডি। কিন্তু আদালতের নির্দেশের আগে আবারও একাধিক বার কেজরিকে তলব করে ইডি। আপের দাবি ছিল, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। সেই মামলাতেই আজ ছিল শুনানি। নিম্ন আদালতের সমনকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। অবশেষে মিলল জামিন। প্রসঙ্গত, মদ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি এখনও পর্যন্ত ৮ টি সমন পাঠিয়েছে অরবিন্দ কেজরিওয়ারকে। ২৭ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২ ফেব্রুয়ারি, ১৭ জানুয়ারি, ৩ জানুয়ারি, ২১ ডিসেম্বর এবং ২নভেম্বর কেজরিওয়ালকে সমন পাঠানো হয়েছিল।