এক ট্রেনেই সরাসরি দিল্লি, ভোটের আগেই রায়গঞ্জবাসী পেল নতুন ট্রেন!
২৪ ঘন্টা | ১৬ মার্চ ২০২৪
ভবানন্দ সিং: নির্বাচন ঘোষণার আগে মোক্ষম চাল বিজেপির। রায়গঞ্জ তথা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রাধিকাপুর থেকে সরাসরি দিল্লীগামী পূর্ণাঙ্গ ট্রেন চালু করল রেলওয়ে মন্ত্রক। শুক্রবার রাতে এই নির্দেশ হাতে পেতেই উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। আগামী রবিবার থেকেই আনন্দবিহার থেকে ভায়া রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, রাধিকাপুর পর্যন্ত এই ট্রেন চলাচল শুরু হতে চলেছে বলে বিজেপির দাবি। ওয়াকিবহল মহলের মতে, রায়গঞ্জ আসনে এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় তৃণমূলের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে পড়ছিল বিজেপি। এখন এই নয়া ট্রেন চালু হওয়ায় ভোটবাক্সের দৌড়ে যেন অনেকটাই এগিয়ে গেল বিজেপি। মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও শুধু এই দিল্লীগামী নতুন ট্রেনই নয়, রেল মানচিত্রে পিছিয়ে থাকা রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, রাধিকাপুরকে বারসোই পর্যন্ত যুক্ত করতে রায়গঞ্জ থেকে বিহারের বারসোই পর্যন্ত নতুন জাতীয় সড়ক নির্মাণের নোটিফিকেশনও জারি হতে পারে বলে সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার।
এই রাস্তা নির্মাণ হলে বারসোই স্টেশন থেকে সহজেই দূর পাল্লার বহু ট্রেন ধরতে পারবেন রায়গঞ্জ লোকসভাবাসী। ওদিকে ভোটের আগে গ্যাসের দাম কমানো আর এই দিল্লির নতুন ট্রেন দেওয়া বিজেপির ভোট আদায়ের কারসাজি, ভোট মিটলে গ্যাসের দামও বৃদ্ধি হবে আর এই ট্রেনও বন্ধ হয়ে যাবে বলে বিজেপিকে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।