Paris Olympics 2024: দেউলপুরের নাম উজ্জ্বল করেছিলেন বিশ্বমঞ্চে। বার্মিংহ্যাম অলিম্পিক থেকে সোনা এনে দিয়েছিলেন দেশকে। সেই অচিন্ত্য শিউলিই (Achinta Sheuli) এবার নক্কারজনক কাণ্ড ঘটালেন। প্যারিস অলিম্পিকের প্রস্তুতি ক্যাম্প থেকে বহিষ্কার করা হল তারকা ভারত্তোলককে।
এর আগেও পাতিয়ালায় শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন কমনওয়েলথ গেমস এবং যুব অলিম্পিকের পদকজয়ী জেরেমি লালারিননুঙ্গা।