• গভীর রাতে মেয়েদের হোস্টেলে ঢুকে জাতীয় শিবির থেকে বহিষ্কৃত অচিন্ত্য শিউলি, শেষ অলিম্পিকের স্বপ্ন...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে মেয়েদের হোস্টেলে যাওয়ার জন্য জাতীয় শিবির থেকে বহিষ্কৃত করা হল অচিন্ত্য শিউলিকে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে মেয়েদের হোস্টেলে ঢুকে পড়েন কমনওয়েলথের সোনাজয়ী ভারত্তোলক। নিরাপত্তারক্ষীদের হাতে ধরাও পড়েন। তাঁরা মোবাইলে অচিন্ত্যর মেয়েদের হোস্টেলে প্রবেশ করার ভিডিও তুলে রাখে। সাই এবং এনআইএস পাতিয়ালার এক্সিকিউটিভ ডিরেক্টর বিনীত কুমারকে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয়। ভিডিও পাঠানো হয় তাঁকে। যার ভিত্তিতে অচিন্ত্য শিউলিকে জাতীয় শিবির থেকে নির্বাসিত করা হয়। ভিডিও থাকায় কোনওরকম তদন্ত করা হয়নি। শুক্রবার জাতীয় শিবির ছাড়েন অচিন্ত্য। সর্বভারতীয় ভারত্তোলন সংস্থার এক কর্তা বলেন, "কোনওরকম শৃঙ্খলাভঙ্গের ঘটনা বরদাস্ত করা হবে না। অচিন্ত্যকে জাতীয় শিবির থেকে বহিষ্কৃত করা হয়েছে।" সাইয়ের এক সূত্র বলেন, "অচিন্ত্যর ভিডিও এনআইএস পাতিয়ালার এক্সিকিউটিভ ডিরেক্টর বিনীত কুমার এবং দিল্লিতে সাইয়ের হেড কোয়ার্টারে পাঠানো হয়। সেখান থেকেই ওকে বহিষ্কৃত করার নির্দেশ আসে।" চলতি মাসেই থাইল্যান্ডের ফুকেটে অলিম্পিকের যোগ্যতাঅর্জন পর্বের প্রতিযোগিতা আছে। এই ঘটনার পর বাংলার অ্যাথলিটের সেখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা রইল না। যার ফলে বন্ধ হয়ে গেল প্যারিস অলিম্পিকের রাস্তাও। অর্থাৎ বলাই যায়, অচিন্ত্যর অলিম্পিকের স্বপ্ন ছারখার। অলিম্পিক কোয়ালিফিকেশন ব়্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে ছিলেন তিনি। অলিম্পিকের ছাড়পত্র সংগ্রহ করার সুযোগ ছিল। ২০২২ কমনওয়েলথ গেমসে ভারত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জেতেন অচিন্ত্য শিউলি। বিশ্ব দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন। সেই থেকেই তাঁর পাখির চোখ ছিল প্যারিস অলিম্পিক। পাতিয়ালায় তারই প্রস্তুতি শিবির চলছিল। পুরুষ এবং মহিলা অ্যাথলিটদের জন্য আলাদা হোস্টেল আছে। বর্তমানে সেখানে মহিলা বক্সার, অ্যাথলিট এবং কুস্তিগিররা রয়েছে। গভীর রাতে মেয়েদের হোস্টেলে ঢুকতে গিয়েই কেরিয়ার প্রশ্নের মুখে ফেলে দিলেন বাংলার ভারত্তোলক। উল্লেখ্য, এইধরনের ঘটনা প্রথম নয়। শৃঙ্খলাভঙ্গের জন্য এর আগে জাতীয় শিবির থেকে বহিস্কার করা হয়েছিল জেরেমি লালরিননুংগাকে। 
  • Link to this news (আজকাল)