• কলকাতায় পা রেখেই নাইটদের অনুশীলনে রাসেল, নারিন
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার উইকেট পুজো করে ইডেনে শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্সের শিবির। রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা সহ ভারতীয় ক্রিকেটাররা গতকালই প্র্যাকটিসে যোগ দিয়েছেন। বিদেশিদের মধ্যে একমাত্র ছিলেন ফিল সল্ট। শনিবার বিকেলে নাইটদের অনুশীলনে যোগ দিলেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তাঁদের এদিন কলকাতায় আসার খবর ছিলই। শহরে পা রেখেই কোনও সময় নষ্ট না করে সরাসরি ইডেনে চলে আসেন দুই ক্যারিবিয়ান। শনিবার বিকেল পাঁচটা থেকে অনুশীলন করে নাইটরা। গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় রাসেল এবং নারিনকে। ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। নেটে ব্যাটও করেন ড্রে রাস। ছক্কা হাঁকাতেও দেখা যায় ক্যারিবিয়ান তারকাকে। জেট ল্যাগের লেশমাত্র ছিল না। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন রাসেল। প্র্যাকটিসে রিঙ্কুর সঙ্গে হাসিঠাট্টাও করেন। নেটে বেশ কিছুক্ষণ বল করতে দেখা যায় সুনীল নারিনকে। গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় তাঁকেও। শুক্রবারের মতো নেটে বেশ অনেকক্ষণ ব্যাট করেন রিঙ্কু। গম্ভীরের তীক্ষ্ণ নজর ছিল তাঁর দিকে। চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গেও শলাপরামর্শ করতে দেখা যায় কেকেআরের মেন্টরকে। আগেরদিন কেকেআরের অনুশীলনের খবর ছিল না শহরের ক্রিকেটপ্রেমীদের কাছে। তাই ইডেনের বাইরে ভিড় চোখে পড়েনি। কিন্তু শনিবার রাসেল, নারিনের যোগ দেওয়ার খবর ছড়িয়ে যাওয়ায় তাঁদের একঝলক দেখতে ইডেনের বাইরে ছিল উৎসুক সমর্থকদের ভিড়। আজ রাতেই কলকাতায় পৌঁছে যাবেন শ্রেয়স আইয়ার। আগামী সপ্তাহের শুরুতেই চলে আসবেন মিচেল স্টার্ক সহ নাইটদের অন্যান্য বিদেশিরা।‌  ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)