• আগামী সপ্তাহে নাইটদের শিবিরে যোগ দেবেন, আইপিএলের সঙ্গে সার্কাসের তুলনা করলেন স্টার্ক...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইডেনে কেকেআরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিদেশিদের মধ্যে শুধু ফিল সল্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন। শনিবার আসার কথা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের। আগামী সপ্তাহে আসবেন মিচেল স্টার্ক। তাঁর অপেক্ষায় কেকেআর শিবির। আইপিএলের ১৬টি সংস্করণের মধ্যে মাত্র দু"বার খেলেছেন। ২০১৪ এবং ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে কেকেআর তাঁকে নিলেও, টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান। তার ছ"বছর পর নাইটদের দলে ফিরছেন স্টার্ক। আইপিএলে মোট আট বছর পর কামব্যাক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার তিনি। ২৪.৭৫ কোটি দিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকাকে কিনেছে কেকেআর। বেগুনি জার্সিতে নামার জন্য উদগ্রীব অজি তারকা। স্টার্ক বলেন, "আট বছর পর আমি আইপিএলে ফিরব। ২০১৮ সালে আমার কেকেআরে খেলার কথা ছিল। শেষমেষ আমি সোনালি এবং পার্পল জার্সিতে খেলার সুযোগ পাচ্ছি। আইপিএলে আমার স্মৃতি খুবই কম। তবে ফেরার জন্য উত্তেজিত। অনেক নতুন প্লেয়ার এসেছে। এদের সঙ্গে আমার কোনওদিন দেখা হয়নি বা একসঙ্গে খেলিনি।" আইপিএলকে বিশ্বের সেরা টি-২০ লিগের তকমা দেন স্টার্ক। আন্তর্জাতিক মঞ্চে যাদের বিরুদ্ধে খেলেছেন, এবার তাঁদের সঙ্গে একই দলে খেলতে মরিয়া তিনি। তবে নাইটদের শিবিরে যোগ দেওয়ার আগে আইপিএলের সঙ্গে সার্কাসের তুলনা টানলেন অজি তারকা। স্টার্ক বলেন, "এমন কয়েকজন আছে যাদের বিরুদ্ধে আমি আন্তর্জাতিক পর্যায়ে খেলেছি। ওদের সঙ্গে খেলতে উদগ্রীব। অবশ্যই এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। তবে আমি উত্তেজিত। বিশ্বের সেরা টি-২০ লিগ অনেকটা সার্কাসের মতো। আমি অপেক্ষা করছি।" নাইট শিবির সূত্রের খবর, মঙ্গল-বুধবারের মধ্যে শহরে চলে আসবেন স্টার্ক। 
  • Link to this news (আজকাল)