• চোটের ধাক্কা ধোনির দলে, এক মাসের জন্য মাঠের বাইরে নির্ভরযোগ্য পেসার...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরু হতে আর পাঁচদিন বাকি। তার আগে বড় ধাক্কা খেল চেন্নাই শিবির। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ চেন্নাই সুপার কিংসের। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য চার থেকে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেলেন মাথিশা পথিরানা। ৬ মার্চ সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তে চোট পেয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার পেসার। নিজের স্পেল শেষ করতে পারেননি। তারপর থেকে আর মাঠে নামতে পারেননি। আইপিএলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং চোট আছে তাঁর। যা সারতে দুই থেকে তিন সপ্তাহ লাগে। তাই কবে পথিরানা দলের সঙ্গে যোগ দিতে পারবে সেটাই দেখার। হয়তো প্রথম কয়েকটা ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। গত বছর আইপিএল জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন শ্রীলঙ্কার পেসার। ১২ ম্যাচে ১৯ উইকেট নেন। এবার শুরুতে তাঁকে না পাওয়া গেলে সেটা চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা হবে। এর আগে বুড়ো আঙুলে অস্ত্রোপচারের জন্য আইপিএলের প্রথম পর্ব থেকে ছিটকে যান ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ তে চোট পান কিউয়ি ক্রিকেটার। 
  • Link to this news (আজকাল)