• নির্বাচনের ধাক্কায় দুবাইয়ে সরতে পারে আইপিএলের বাকি পর্ব...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচনের সূচি জানা যাবে। তার আগে আচমকাই একটি আশঙ্কা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, ভোটের জন্য আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে দুবাইয়ে। এর আগে একবার এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এবার আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, আইপিএল দেশের মাটিতেই হবে। কিন্তু শোনা যাচ্ছে, ৭ থেকে ৯ দফায় নির্বাচন হবে। সেক্ষেত্রে ম্যাচ করতে সমস্যায় পড়বে বোর্ড। তাই দ্বিতীয় একটা ভাবনা-চিন্তা করে রাখা হচ্ছে। নির্বাচনের কথা মাথায় রেখেই প্রাথমিক পর্বে ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। আজ, ভোটের নির্ঘণ্ট জানার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুবাইয়ে আইপিএলের বাকি পর্ব আয়োজন করা যায় কিনা দেখতে ইতিমধ্যেই বোর্ডের কয়েকজন কর্তা সেখানে পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁদের ক্রিকেটারদের পাসপোর্ট নিয়ে নিয়েছে। এর আগেও একবার নির্বাচনের জন্য দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আইপিএল। তবে ২০১৯ সালের নির্বাচনের সময় হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দেশের মাটিতেই পুরো আইপিএল হয়েছিল। এবারও সেটাই করতে চেয়েছিলেন বোর্ড কর্তারা। কিন্তু ১ জুন থেকে টি-২০ বিশ্বকাপ। তাই তাড়াতাড়ি শেষ করতে হবে আইপিএল। নির্বাচনের মধ্যে যাতে টুর্নামেন্টে প্রভাব না পড়ে, সেই কারণেই সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রকাশিত যাওয়া সূচি অনুযায়ী, মাত্র একটি ম্যাচ হবে ইডেনে। 
  • Link to this news (আজকাল)