• জম্মু ও কাশ্মীরে হচ্ছে না বিধানসভা ভোট, পাঁচ দফায় লোকসভা নির্বাচন ...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবারেও জম্মু ও কাশ্মীরে হচ্ছে না বিধানসভা নির্বাচন। শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচন হবে। তবে এই তালিকায় নেই জম্মু ও কাশ্মীর। শেষবার ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল। এক দশক পেরিয়েও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হওয়ায় ইতিমধ্যেই বিরোধীরা সমালোচনা করেছেন। রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছিল। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় দেয়, কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়। সঙ্গে এও ঘোষণা করা হয়েছিল, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বিধানসভা নির্বাচন করাতে হবে। চলতি বছরে লোকসভা নির্বাচনের আগেই বিধানসভা নির্বাচনের দাবি করেছিল বিরোধীরা। কিন্তু শেষমেশ তার ঘোষণা করা হল না। এদিন নির্বাচন কমিশনার ঘোষণা করেন, জম্মু ও কাশ্মীরে পাঁচ দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হবে। ১৯ এপ্রিল থেকে শুরু হবে। পাঁচ দফায় পাঁচটি লোকসভা কেন্দ্রে ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। ১৯ এপ্রিল উধমপুর, ২৬ এপ্রিল জম্মু, ৭ মে অন্ততনাগ, ১৩ মে শ্রীনগর, ২০ মে বারমুল্লা লোকসভা কেন্দ্রে ভোট হবে।
  • Link to this news (আজকাল)