• লোকসভা নির্বাচনে সবথেকে বড় চ্যালেঞ্জ কী' জানালেন নির্বাচন কমিশনার...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশে বেজে গেল লোকসভা নির্বাচনের দামামা। শনিবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তবে সূচি প্রকাশের আগে আসন্ন নির্বাচনে একাধিক চ্যালেঞ্জের কথাও জানালেন তিনি। তাঁর কথায়, সবথেকে বড় চ্যালেঞ্জ ভোটে হিংসা রোখা। প্রয়োজন হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজীব কুমার জানিয়েছেন, ‘কোনোভাবেই যাতে ভোটের সময় হিংসা না ছড়ায়। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত সব জায়গায় নজর রাখবে কমিশন। আমি প্রত্যেক রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেটের সঙ্গেও বৈঠক করা হয়েছে। প্রয়োজন পড়লে কড়া পদক্ষেপ নেওয়া হবে’। নির্বাচনের আগে প্রত্যেক রাজনৈতিক দলগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজীব কুমার জানান, ‘আমি দেশের রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করব প্রার্থীদের কাছে যেন সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়’। প্রচারের ক্ষেত্রেও বলা হয়েছে ব্যাক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে। রাজীব কুমার বলেন, ‘নির্বাচন করতে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জের মুখ পড়তে হয়। সেগুলোকে আমরা চার ভাগে ভাগ করেছি। মাসল অর্থাৎ শক্তি, মানি অর্থাৎ অর্থ, মিস ইনফরমেশন অর্থাৎ ভুয়ো তথ্য এবং আর্দশ আচরণবিধি অর্থার্ৎ মডেল কোড অফ কনডাক্ট’। ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম বসানো হয়েছে। সীমান্ত এলাকাগুলিতে ড্রোন ক্যামেরার মাধ্যমে চেকিং চালানো হচ্ছে। শেষ ১১টি বিধানসভা নির্বাচনে ৩৪০০ কোটি টাকা খরচ হয়েছে। এবারে অর্থের খরচ সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। নির্বাচনের কড়া নির্দেশ, কোনো তথ্য ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো ভুয়ো কিনা তা অবশ্যই যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, এদিন থেকেই গোটা দেশে চালু করা হয়েছে আদর্শ আচরণবিধি।
  • Link to this news (আজকাল)