• ১৯ এপ্রিল শুরু সাত দফার লোকসভা নির্বাচন
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১৯ এপ্রিল শুরু লোকসভা নির্বাচন। দেশ জুড়ে সাত দফায় হবে ভোটগ্রহণ। চলবে ১ জুন পর্যন্ত। ফল ঘোষণা হবে ৪ জুন। শনিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে ১৮ তম লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেই সঙ্গে গোটা দেশে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। লোকসভা নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গ-সহ দেশের ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার‌। এরাজ্যে যে দুটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে সেই দুটি কেন্দ্র হল মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগণার বরানগর বিধানসভা কেন্দ্র। এদিন রাজীব কুমার জানিয়েছেন, এবছরের নির্বাচনে মোট ভোটার ৯৭ কোটি। নির্বাচন কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার।‌ মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটি ১০ লক্ষ। নতুন ভোটারের সংখ্যা ১ কোটি ৮২ লক্ষ। রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৪৮ হাজার। ৮৫ বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। ১০০ বছরের উর্ধ্বে ভোটার আছেন ২ লক্ষ ১৮ হাজার জন‌। ইভিএম থাকবে ৫৫ লক্ষ। কোনওরকম অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী ভোটের কাজে লাগানো যাবে না। এদিন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর কথায়, শিশুদের যেমন ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না তেমনি কারুর ব্যক্তিগত জীবনও ভোটের ময়দানে টেনে আনা যাবে না। হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এদিনও রাজীব কুমার জেলা শাসকদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন। ১৭তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ জুন।
  • Link to this news (আজকাল)