• পাঁশকুড়া বনমালী কলেজে টিসিএসের ক্যাম্পাসিং, চাকরি জুটল ৮০ পড়ুয়ার ...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পাঁশকুড়া বনমালী কলেজ স্নাতকস্তরের ছাত্রছাত্রীদের চাকরির জন্য ক্যাম্পাসিং -এর ব্যবস্থা করেছিল। প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলার কোনও কলেজ স্নাতকস্তরের ছাত্রছাত্রীদের জন্য চাকরির উদ্যোগ গ্রহণ করল। টাটার ক্যাম্পাসিংয়ে চাকরি পেলেন ৮০ জন পড়ুয়া। গত ১৫ মার্চ টিসিএস থেকে একটি পরীক্ষক দল এসে ২৫০ জন ছাত্রছাত্রীর লিখিত ও মৌখিক পরীক্ষার পর পার্সোনালিটি টেস্ট -এর মাধ্যমে ৮০ জন ছাত্রছাত্রীকে নিয়োগের জন্য নির্বাচিত করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই কর্মপ্রার্থী ছাত্রছাত্রীদের অতি দ্রুত নিয়োগপত্র পাঠানো হবে। যখন কর্মসংস্থানের সুযোগের অভাবে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র হতাশা, সেই সময় কলেজের ছাত্রছাত্রীদের নিয়োগের এই খবরে কলেজ কর্তৃপক্ষ সহ সব মহলেই খুশির হাওয়া। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নন্দন ভট্টাচার্য বলেন, এই সাফল্য কলেজের ট্রেনিং প্লেসমেন্ট সেল এবং ইনস্টিটিউটশন ইনোভেশন কাউন্সিল সহ সমস্ত শিক্ষক -শিক্ষাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার ফল। তিনি আরও জানান, আগামী ২০ মার্চ কলেজে আসছে বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এভাবেই ভবিষ্যতে আরও অন্যান্য বৃত্তিমূলক প্রতিষ্ঠানকে কলেজে আমন্ত্রণ জানানো হবে।
  • Link to this news (আজকাল)