• দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি, বুধবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস ...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। সেই মতো শনিবার সন্ধেয় কালবৈশাখী দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি স্বস্তি ফেরাল বহু জায়গায়। আজ সন্ধেয় হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গ জুড়েই তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ৫০-৬০ কিমি বেগে ঝড় হতে পারে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। আবার সোমবার থেকে বুধবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার কয়েকটি জেলায় হলুদ সতর্কতা এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ফের হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে।
  • Link to this news (আজকাল)