• গত লোকসভা ভোটের মতোই এবারও ‌বাংলায় সাত দফা
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বেজে গেল লোকসভা নির্বাচনের দামামা। ১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা ভোট। ভোট চলবে সাত দফায়। শেষ দফা ১ জুন। গণনা ৪ জুন। দ্বিতীয় থেকে ষষ্ঠ দফা হবে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে।বাংলা, বিহার ও উত্তরপ্রদেশে হবে সাত দফায় নির্বাচন। তার মধ্যে বাংলার ৪২ আসনের মধ্যে প্রথম দফায় ১৯ এপ্রিল ভোট গ্রহণ হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ২৬ এপ্রিল নির্বাচন হতে চলেছে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। ৭ মে ভোটগ্রহণ হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে। ওইদিনই ভগবানগোলায় উপনির্বাচন। ১৩ মে অর্থাৎ চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোলে। ২০ মে ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগে। ২৫ মে ভোটগ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটালে। ১ জুন নির্বাচন হবে দমদম, বারাসত, বসিরহাট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, জয়নগরে। সেদিনই বরানগরে উপনির্বাচন। আজ থেকেই জারি হয়ে গেল আদর্শ আচরণবিধি। 
  • Link to this news (আজকাল)