• 'আপনাকে নিয়ে ফাটকা খেলছে , এখনও সময় আছে দাঁড়াবেন না', অভিজিত্ গঙ্গোপাধ্য়ায়কে হুঁশিয়ারি কুণালের
    ২৪ ঘন্টা | ১৭ মার্চ ২০২৪
  • কিরণ মান্না: খেজুরির সভা থেকে ফের শুভেন্দুকে নিশানা করলেন কুণাল ঘোষ। পাশাপাশি প্রাক্তণ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে সতর্কও করলেন। শনিবার খেজুরির জনকাতে শুভেন্দু অধিকারীর পাল্টা সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানেই কুণাল ঘোষ বলেন, গতকাল শুভেন্দু অধিকারী জনকা বিদ্যাপীঠের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে যাওয়া নিয়ে নানা অঙ্গভঙ্গি করে ব্যঙ্গোক্তি করেছে। অসভ্যতা করেছে। ওরা মা-বোনেদের সম্মান করতে জানে না। একজন মহিলা চোট পেয়েছেন। মাথা ফেটে রক্ত ঝরছে। বাংলার মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীকে শুভেন্দু বলে যশস্বী প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছেন। সে আবার মমতা সমালোচনা করেছে!

    কুণাল ঘোষ আরও বলেন, শুভেন্দু তুমি কোন লাট সাহেব! তুমি এই মঞ্চে দাঁড়িয়ে অসভ্যতা করেছ? ওই মমতা ব্যানার্জির একদিন জুতো পালিশ করে, চটি পালিস করে তোমাকে বলতে হবে বিজেপিতে গিয়ে ভুল করেছি। যা করেছি ভুল করেছি। দিদি, আমাকে মাফ করুন, ক্ষমা করুন। আমাকে বিজেপি থেকে বের করে দিয়েছে। এই কথা বলতে হবে তোমাকে একদিন। জেনে রেখো শুভেন্দু।শুভেন্দুকে আক্রমণের পাশাপাশি এদিন প্রাক্তন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কেও সতর্ক করেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেন, শুভেন্দু অধিকারী তার পাশে আরেকটা কোন বড় নাম রাখতে চায় না। আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনাকে আরেকবার ভেবে দেখতে বলা হচ্ছে। আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনাকে নিয়ে ফাটকা খেলছে। এখনো সময় আছে আপনি নির্বাচনে লড়বেন না, না বলে দিন। কারণ দেবাংশু ভট্টাচার্য জয় লাভ করছে নিশ্চিত। আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন,রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন, বিজেপিতে যোগদান করে আপনি নিন্দিত হয়েছেন। অতএব আপনি যেখানে হারছেন নিশ্চিতভাবে সেখানে তারপর আর আপনার মান সম্মান অস্তিত্ব কিছুই থাকবে না। তাই আপনি এখনো সময় আছে কারোর কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না।
  • Link to this news (২৪ ঘন্টা)