IPL 2024: মুখ খুললেন জয় শাহ! IPL এর আয়োজন নিয়ে বেনজির ব্যবস্থা নিচ্ছে BCCI
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
Indian Premiere League 2024: শনিবার লোকসভা নির্বাচনের সাত দফার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। লোকসভার দিনক্ষণের জন্যই অপেক্ষায় ছিল আইপিএল। এবার জানা যাচ্ছে, নির্বাচনের সময় পুরো লিগ ভারতেই অনুষ্ঠিত হবে।
আইপিএলের সমস্ত দলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সমস্ত প্লেয়াররা একত্রিত হয়েছেন সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি শিবিরে। ২২ মার্চ প্ৰথম ম্যাচেই মুখোমুখি হবেন সিএসকে এবং আরসিবি।