• দেশের শ্রমিক সমাজের পাশে কংগ্রেস, ভোটে জিততে হাতিয়ার ‘‌শ্রমিক ন্যায়’‌ ...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • ‌আবু হায়াত বিশ্বাস, দিল্লি: লোকসভা নির্বাচনের আগে পাঁচ গ্যারান্টি নিয়ে ময়দানে কংগ্রেস। যুবা ন্যায়, ভাগীদারি ন্যায়, মহিলা ন্যায়, কিসান ন্যায়ের ঘোষণা আগেই হয়েছে। এবার ‘‌শ্রমিক ন্যায়’‌-‌এর গ্যারান্টি ঘোষণা হল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার শ্রমিক ন্যায়ের ঘোষণা করেন। কংগ্রেস বলছে, মোদি সরকারের শ্রমিক বিরোধী ‘‌লেবার কোড’‌ পর্যালোচনা করা হবে এবং শ্রম অধিকারকে আরও শক্তিশালী করবে। শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করাই তাদের একমাত্র লক্ষ্য। বেসরকারি সংস্থায় চুক্তিভিত্তিক কর্মীদের সামাজিক সুরক্ষার মানদন্ড পূরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানাচ্ছে কংগ্রেস নেতারা। শ্রমিক ন্যায়ে স্বাস্থ্যের অধিকার, শ্রম সম্মান, শহর কর্মসংস্থান নিশ্চয়তা আইন, সামাজিক সুরক্ষা, সুরক্ষিত রোজগারের গ্যারান্টির কথা বলছে হাত শিবির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্সে লিখেছেন, ‘‌শ্রমিক ভাই ও বোনেরা, কংগ্রেস ৫ গ্যারান্টি আপনাদের জীবন থেকে ঝুঁকি এবং নিরাপত্তাহীনতা দূর করবে এবং আপনাদের একটি নিরাপদ ভবিষ্যত দেবে। স্বাস্থ্যের অধিকার আইন তৈরি করে বিনামূল্যে ওষুধ, পরীক্ষা, চিকিৎসা করা হবে। ন্যূনতম দৈনিক রোজগার ৪০০ টাকা করা হবে। মনরেগা শ্রমিকদেরও। শহরে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। অংসগঠিত শ্রমিকদের জন্য দুর্ঘটনা বীমা সহ সামাজিক সুরক্ষা। সুরক্ষিত রোজগারে জোর দেওয়া হবে। যারা ভারতকে গড়ে তুলেছেন তাঁদের অধিকার দিয়ে কংগ্রেস দেশ গড়ার ভিত্তিকে মজবুত করবে। অর্থনৈতিকভাবে সক্ষম এবং সামাজিকভাবে সুরক্ষিত শ্রমিকরা উৎপাদনে বিপ্লব ঘটাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে।’‌ রাহুলের বক্তব্য, ‘‌শক্তিশালী কর্মীরাই দেশের শক্তি হয়ে উঠবে।’‌
  • Link to this news (আজকাল)