Yusuf Pathan: ইউসুফকে ডোবাতে ‘জিলিপি প্যাঁচ’ তৃণমূল বিধায়কেরই! জোড়াফুল না পারছে গিলতে না ওগরাতে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
Yusuf Pathan and Humayun Kabir:
এমনকী ফিরহাদ হাকিম বিদ্রোহ তৃণমূল বিধায়কদের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথাও স্মরণ করিয়ে চাপা সুরে হুঁশিয়ারি শুনিয়ে রেখেছেন। তবে এতেও হুমায়ুনদের ক্ষোভ কমেনি। ইউসুফ বিরোধিতা জারি রেখেছেন তাঁরা। যদিও হুমায়ুনদের ক্ষোভ কমাতে চেষ্টা জারি রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃক্ব। এদিকে, বহরমপুর কেন্দ্র থেকে এবারও কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তৃণমূলে এই বিরোধিতা তাঁর লড়াইকে বাড়তি সুবিধা দিতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)