Lok Sabha Election 2024: বাংলায় তুখোড় অ্যাকশন স্টার্ট কমিশনের! এই ৪ কেন্দ্রে তুলকালাম নজরদারির ইস্পাতকঠিন নির্দেশ!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
Lok Sabha Election 2024:
নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ জানাতে ১৯৫০ টোল ফ্রি নম্বরে ডায়াল করা যেতে পারে। এবারের লোকসভা নির্বাচনে মোট ২৬১টি সেক্টর থাকছে মালদায়। প্রতিটি সেক্টরের অন্তর্ভুক্ত ১০ থেকে ১২টি পোলিং স্টেশন থাকবে। মোট ২১৩৭টি লোকেশনে ৩০৮৮টি পোলিং স্টেশন রয়েছে।