Arun Yogiraj: বার বার বাধা এসেছে, কীভাবে অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি বাকিদের টেক্কা দিল?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
চলতি সপ্তাহে দিল্লিতে এক রাত্রির জন্য ছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, রামলালার মূর্তি তৈরির জন্য ভাস্করদের চূড়ান্ত তালিকায় তাঁর নামও ছিল না। কিন্তু শেষমুহূর্তে তাঁর কাছে ফোন আসে মন্দির ট্রাস্টের মূর্তি কমিটির তরফে। তখন তাঁকে তাঁর মূর্তির প্রদর্শনী করতে বলা হয়। আরও তাৎপর্যপূর্ণ হল, তাঁর নাম আরও দুজনের সঙ্গে চূড়ান্ত হওয়ার পর বিপত্তি ঘটে। যে পাথর দিয়ে তিনি ৭০ শতাংশ মূর্তি তৈরি করে ফেলেছিলেন, সেটাই একটি গুণমান পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়। তবে তাঁকে পুনরায় কাজ শুরু করতে বলা হয়, যদি তিনি রাজি থাকেন তো।
পঞ্চম প্রজন্মের ভাস্কর যোগীরাজ বলেছেন, আগে ছোট ছোট কাজ করতেন তিনি। এক একটি মূর্তির জন্য দেড় থেকে দুহাজার টাকা পেতেন। তিনি বলেছেন, “সবসময় ভাবতাম, কবে বড় কাজ পাব!” তবে ঈশ্বর তাঁর জন্য যে এমন সুযোগ এনে দেবেন আজও বিশ্বাস করতে পারেন না রামলালার ভাস্কর।