• Achinta Sheuli: হৃদরোগে আক্রান্ত মা জানেনই না অচিন্ত্যের বহিষ্কার! ভাই ফিরবে সসম্মানে, বলছেন দাদা অলোক
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
  • Paris Olympics 2024: হঠাৎ করেই দুনিয়া যেন অচেনা হয়ে গিয়েছে দেউলপুরের বিখ্যাত শিউলি বাড়ির কাছে। বছর দুয়েক আগে বার্মিংহ্যামে যে বাঙালি গোটা রাজ্যকে সম্মানের সিংহাসনে বসিয়েছিলেন, সেই অচিন্ত্য শিউলি (Achinta Sheuli) আচমকা অন্ধকার আবর্তে যেন সেঁধিয়ে গিয়েছেন। শনিবার রাত থেকেই পাতিয়ালা ক্যাম্প থেকে যে খবর বেরিয়ে আসে, তা সঙ্গেসঙ্গেই জাতীয় প্রচারমাধ্যমের সৌজন্যে ট্রেন্ডিং!

    অন্ধকার মুছে আবার কি আলো ফুটবে? দেউলপুরের গর্ব আবার কি বিশ্বমঞ্চে গ্রাম, বাংলা-র মুখ উজ্জ্বল করবেন, সময়ই তার উত্তর দেবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)