Paayel Sarkar: ‘সমাজসেবা তো আমি মন থেকে করি…’, অভিনয়কেই আঁকড়ে বাঁচবেন? রাজনীতি প্রসঙ্গে বড় কথা পায়েলের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
Paayel Sarkar: আসন্ন লোকসভা নির্বাচন। গতকাল আড়ম্বরে নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সাত দফায় বাংলায় ভোট। একদিকে যেমন অনেক তারকা এবার রাজনীতি থেলে সরে দাঁড়িয়েছেন, তেমনই অন্যদিকে অনেকে টিকিট পেয়েছেন।
প্রসঙ্গত, পায়েল সিনেমার পাশাপাশি সিরিজেও সমান জনপ্রিয়। একসময়, বড়পর্দায় বেশ হিট ছবি উপহার দিয়েছেন। যদিও, সেই সংখ্যা এখন কমেছে। কিন্তু, রাজনীতির মঞ্চে তাঁর উপস্থিতি খুব একটা নেই বললেই চলে।