• Model Code of Conduct: জারি হয়েছে আদর্শ আচরণবিধি, জেনে নিন কী করতে পারবেন, কোনটা পারবেন না
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
  • Model Code of Conduct comes into force for 2024 Lok Sabha elections:

    অবশ্য, নির্বাচন কমিশন খুব কমক্ষেত্রেই আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় কমিশন বিজেপি নেতা এবং পার্টির তৎকালীন সভাপতি অমিত শাহ ও সমাজবাদী পার্টির নেতা আজম খানকে তাঁদের বক্তৃতার মাধ্যমে ভোটের পরিবেশকে আরও খারাপ করা থেকে বিরত রাখতে, এই দুই নেতার প্রচারই নিষিদ্ধ করে দিয়েছিল। কমিশন নিষেধাজ্ঞা আরোপের জন্য সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে তার বিশেষ ক্ষমতা ব্যবহার করেছিল। নেতারা ক্ষমা চাইলে এবং বিধি মেনে কাজ করার প্রতিশ্রুতি দিলে, বিধিনিষেধ তুলে নেওয়া হয় বা প্রত্যাহার করা হয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)