• Musician plays classical music sitar on ipad: সেতারের সুর আইপ্যাডেই, শিল্পীর ঝোড়ো পারফরম্যান্স, মুগ্ধ আনন্দ মাহিন্দ্রা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
  • সোশ্যাল মিডিয়া না থাকলে কত প্রতিভা আমাদের সামনে অজানাই থেকে যেত। প্রতিদিন হাজারো মানুষের নানান সুপ্ত প্রতিভা সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। তেমনই এক ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা যাবে কীভাবে শিল্পী মহেশ রাঘবন আইপ্যাডে এমন চমৎকার সেতারের সুর বাজিয়েছেন যা শুনে আপ্লুত আনন্দ মাহিন্দ্রাও। @anandmahindra থেকে সঙ্গীতশিল্পী মহেশ রাঘবনের এই ভিডিওটি শেয়ার করেছেন শিল্পপতি। ভিডিওটির ক্যাপশনে, তিনি লিখেছেন, ‘আমি রাঘবনের প্রতিভা দেখে মুগ্ধ’। ২ মিনিট ৯ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশি ভিউজের পাশাপাশি হাজার হাজার ব্যবহারকারীরা পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)