• ED Summons Arvind Kejriwal: জামিনের পর দিনই ইডির তলব, বিজেপি ‘ব্যাকআপ কৌশল’ নিয়ে গর্জে উঠল আপ 
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৭ মার্চ ২০২৪
  • গতকালই দিল্লির এক আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান কেজরিওয়াল। এখনও ২৪ ঘন্টা পেরোয়নি। তার আগে ফের ইডির সমন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে নবম সমন পাঠিয়েছে ইডি। পাশাপাশি দিল্লি জল বোর্ড মামলায় মুখ্যমন্ত্রীকে ১৮ মার্চ ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরে, আম আদমি পার্টি দাবি করেছে ‘ভোটের আগে কেজরিওয়ালকে গ্রেফতারিই মোদীর এক মাত্র লক্ষ্য। দিল্লির কথিত আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে।

    Dilip Ghosh on TMC: ‘কেন্দ্র বঞ্চনা করলে ওদের এত বাড়ি-গাড়ি হল কী করে’, তৃণমূলকে ‘দুচ্ছাই’ দিলীপের!
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)