• গাজা উপকূলে পৌঁছল ত্রাণবাহী জাহাজ
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথমবারের মতো কোনও ত্রাণবাহী জাহাজ যুদ্ধবিধ্বস্ত গাজার উপকূলে পৌঁছল। ‘ওপেন আর্মস’ নামে স্প্যানিশ জাহাজটি ২০০ টন খাদ্যসামগ্রী নিয়ে শুক্রবার বিকেলে গাজা উপকূলের কাছাকাছি পৌঁছয়। খবর বিবিসি’র। স্পেনের দাতব্য সংস্থা ওপেন আর্মস, মার্কিনভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সংযুক্ত আরব আমিরশাহীর যৌথ উদ্যোগে পাঠানো এই ২০০ টন ত্রাণের মধ্যে রয়েছে ময়দা, চাল, বিন, ক্যানজাত সবজি এবং ক্যানজাত মাংস।উপকূল থেকে দূরে নোঙর করা জাহাজটি থেকে কার্টন খালাস করে বার্জের মাধ্যমে গাজা সিটির শেখ আজলিন এলাকায় ভবনের ধ্বংসাবশেষ দিয়ে নির্মাণ করা অস্থায়ী জেটি নিয়ে আসা হয়েছে।গাজায় রওনা হওয়ার আগে সাইপ্রাস উপকূলে জাহাজটি ইজরায়েলি সেনারা তল্লাশি করেছে বলে জানিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী।স্বাভাবিক অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ সীমান্ত দিয়ে উপত্যকায় ত্রাণ সরবরাহ করা হত। গাজায় ইজরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর স্থল সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আমেরিকা সহ কয়েকটি দেশ কিছুদিন বিমান থেকে উপত্যকায় ত্রাণ ফেলেছে। সেই ত্রাণের বস্তার নিচে পড়ে মানুষ মারাও গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে ঘোষণা করেছেন, গাজায় সমুদ্রপথে ত্রাণ পাঠাতে শিগগিরই একটি অস্থায়ী বন্দর নির্মাণ করতে চলেছেন মার্কিন সেনারা। যদি সমুদ্র পথে ত্রাণ পাঠানোর এই মিশন সফল বলে বিবেচিত হয়, তবে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজায় সাহায্য পাঠানোর ক্ষেত্রে এই পথ অনুসরণ করবে।
  • Link to this news (আজকাল)