• ভারতেই হবে পুরো আইপিএল, জানিয়ে দিলেন জয় শাহ
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ভারতেই হবে। দুবাইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। লোকসভা নির্বাচনের সূচি প্রকাশিত হওয়ার পর এমনই দাবি করলেন বোর্ড সচিব জয় শাহ। শোনা যাচ্ছিল, নির্বাচনের জন্য আইপিএলের দ্বিতীয় পর্ব দুবাইয়ে হতে পারে। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন খোদ বিসিসিআই সচিব। জয় শাহ বলেন, "পুরো আইপিএল ভারতেই হবে। বিসিসিআই সূচি তৈরি করছে। চূড়ান্ত হয়ে গেলেই জানিয়ে দেওয়া হবে।" সাত দফায় লোকসভা নির্বাচন হবে। ১৯ এপ্রিল শুরু। শেষ দফা ১ জুন। ৪ জুন কাউন্টিং। একই পরিস্থিতি ছিল ২০১৯ সালে। তারমধ্যেও পুরো আইপিএল ভারতেই হয়েছিল। কিন্তু এবার ১ জুন থেকে টি-২০ বিশ্বকাপ থাকায়, ভাবা হচ্ছিল যে আইপিএল তাড়াতাড়ি শেষ করতে হয়তো দুবাইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা হচ্ছে না। জয় শাহ জানান, বাকি টুর্নামেন্টের সূচি কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করে ফেলা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, "অতীতের মতো বিসিসিআই কেন্দ্রীয় সরকার এবং নিরাপত্তা এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে, লোকসভা নির্বাচনের যাবতীয় প্রটোকল মেনেই আইপিএলের বাকি সূচি চূড়ান্ত করবে।" আগামী সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে আইপিএলের বাকি সূচি। 
  • Link to this news (আজকাল)