• কংগ্রেসের হাত ধরে এবার লোকসভায় ভাল ফল করতে মরিয়া অখিলেশের দল...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে সকলের নজর কাড়তে পারে উত্তর প্রদেশ। বিগতবারে এখানে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়েছিল বহুজন সমাজবাদী পার্টি। তবে এবারে অঙ্কটা একটু আলাদা। কংগ্রেসের সঙ্গে জোট করেছে সমাজবাদী পার্টি। গতবারে নির্বাচনে তেমনভাবে দাগ কাটতে পারেনি অখিলেশ-মায়াবতীর জোট। ইতিমধ্যেই বিএসপি চিফ মায়াবতী জানিয়ে দিয়েছেন তিনি ভোটে একলা লড়বেন। তাই কংগ্রেসের হাত ধরে ভোটে ভাল ফল করতে মরিয়া সমাজবাদী পার্টির চিফ অখিলেশ যাদব। ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি জোট এখানে ৮০ টি আসনের মধ্যে ৭৩ টি আসন পেয়েছিল। ২০১৯ সালেও এখানে সেভাবে দাগ কাটতে পারেনি মায়াবতী-অখিলেশ জোট। তবে এবার রাহুলের হাত ধরে ভোটে ভাল ফল করতে মরিয়া সমাজবাদী পার্টি।   
  • Link to this news (আজকাল)