• রাজ্যে সরকারি চাকরির পরীক্ষা, ঘণ্টার পর ঘণ্টা ট্রেন না থাকায় দুর্ভোগ চরমে যাত্রীদের...
    আজকাল | ১৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবারে ছুটির দিন থাকলেও এদিন রাজ্যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা রয়েছে। যে কারণে সকাল থেকেই বেরিয়ে পড়েছেন পরীক্ষার্থীরা। আর এদিনই ট্রেন বাতিল থাকার কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। রবিবার ছুটির দিন হওয়ায় এমনিই অনেক ট্রেন বাতিল থাকে। তার মধ্যে দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ শুরু হওয়ায় শিয়ালদা শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত। এর মধ্যে শনি এবং রবিবার সরকারি চাকরির পরীক্ষা রয়েছে রাজ্যে। স্টেশনে এসেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে যাত্রীদের। তবুও দেখা মিলছে না ট্রেনের। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। তবুও সমস্যা মেটেনি। নির্ধারিত সময়ের ৩০-৪০ মিনিট দেরিতে শিয়ালদা থেকে ছাড়ছে এক একটি ট্রেন। তার মধ্যে দমদমের কাছে এসে আরও দেরি হচ্ছে। বিধাননগর স্টেশনে মাইকিং করে যাত্রীদের বলা হচ্ছে ট্রেনের খবর শুনে তারপর টিকিট কাটতে। অফিস যাত্রীদের চাপ কম থাকলেও নানা প্রয়োজনে এদিন বেরোতে হয় সাধারণ মানুষকে। যাঁরা নিত্যযাত্রী নন তাঁদের অনেকের কাছে ট্রেন বাতিলের খবরই নেই। অনলাইনে টাইম টেবিল দেখে স্টেশনে এসে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সৌরভ মুখার্জি নামে এক পরীক্ষার্থী জানালেন, "আমার রহড়ার কাছে পরীক্ষার সিট পড়েছে। দুপুর সাড়ে তিনটে থেকে পরীক্ষা। ট্রেনের সমস্যার কথা আগেভাগে জানি বলে হাতে সময় নিয়ে বেরিয়েছি।" সোমবার বিকেল পর্যন্ত দমদম স্টেশনে কাজ চলতে পারে বলে খবর রেল সূত্রে। সেক্ষেত্রে, অফিসের দিনেও ভোগান্তি পোয়াতে হতে পারে যাত্রীদের।
  • Link to this news (আজকাল)