• নারাইন-রাসেল আসতেই কেকেআরের শিবির উত্তাল
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মার্চ ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি? ইতিমধ্যেই ইডেন উদ্যানে কেকেআরের অনুশীলন চলছে জোর কদমে৷ কোচ ও মেন্টার খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন যেভাবেই হোক এবারের আইপিএলে খেতাব ঘরে তুলে আনার লক্ষ্যে বাজিমাত করার৷
    শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবির৷ দুদিন আগেই শহরে চলে এসেছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীর, অন্য সাপোর্ট স্টাফেরা এবং অধিকাংশ ক্রিকেটার৷ শনিবার এলেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল৷ শ্রেয়শ আইয়ার আসার পরেই কলকাতা আবার ক্রিকেট জ্বরে মেতে উঠবে৷
    কেকেআরের শিবিরে আগেই চলে এসেছেন ফিল সল্ট৷ এখনও আসেননি দলের সব থেকে দামী ক্রিকেটার মিচেল স্টার্ক৷ সন্ধ্যায় মুম্বই থেকে কলকাতায় চলে এসেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ সেই ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ৷ তার আগেই শহরে এসে পৌঁছেছেন দলের দুই অভিজ্ঞ অলরাউন্ডার নারাইন এবং রাসেল৷ তাঁদের কলকাতায় আসার ছবিও সমাজমাধ্যমে দিয়েছে কেকেআর৷ দু’জনেই শনিবার অনুশীলনে নেমে পডে়ছেন৷ রাসেল নেটে ছক্কাও মারেন৷ বেশ কিছু ক্ষণ বল করেন নারাইন৷
    শনিবার বিকাল পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত ইডেনে অনুশীলন করেছেন নাইট রাইডার্স ক্রিকেটারেরা৷ শুক্রবার প্রথম দিনের অনুশীলনে দলের সব ক্রিকেটার ছিলেন না৷ রিঙ্কু সিংহ ছাড়াও নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার, মণীশ পাণ্ডেদের দেখা গিয়েছিল প্রথম দিনের অনুশীলনে৷ অনুশীলনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন পণ্ডিত ও গম্ভীর৷ কেকেআর শিবির সূত্রে খবর, দু’এক দিনের মধ্যে দলের প্রায় সব ক্রিকেটারই চলে আসবেন কলকাতায়৷ পুরোদমে শুরু হয়ে যাবে প্রস্তুতি শিবির৷ এ বারের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ ২৩ মার্চ৷ ইডেন গার্ডেন্সে শ্রেয়সদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ৷
    আগেই প্রস্তুতি শুরু হয়েছিল মুম্বইতে৷ তাও ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে৷ এবার পুরো দলকে নিয়ে কলকাতার ইডেন উদ্যানে শুরু হয়ে গেল আইপিএলের মহড়া৷ উইকেটে পুজো দিয়ে প্রস্তুতি শুরু করেন রিঙ্কু সিংহ৷ উপস্থিত ক্রিকেট প্রেমীদের নজর ছিল দু-জনের দিকে৷ প্রথমজন রিঙ্কু হলে, দ্বিতীয়জন ছিলেন মেন্টর গৌতম গম্ভীর৷ তাঁর নেতৃত্বে কেকেআর দু-দুবার ট্রফি জিতেছে৷ এবার তিনি যোগ দিয়েছেন মেন্টর হয়ে৷
    স্বভাবতই তিনিও ছিলেন ক্রিকেট প্রেমীদের প্রধান নজরে৷ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে কেকেআর৷ ২২ মার্চ আইপিএল শুরু হলেও তারপরের দিন তার মানে ২৩ তারিখে ইডেনে মুখোমুখি হবে কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদ৷ শুক্রবার প্র্যাকটিশ শুরু হয়েছে ঠিকই তবে বিদেশিরা এখন আসেননি৷ যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই বিদেশি ক্রিকেটাররা প্র্যাকটিশে যোগ দেবেন৷ প্রশ্ন হল, অধিনায়ক শ্রেয়স আইয়ার কবে প্র্যাকটিশে নামবেন৷ শোনা যাচ্ছে শনিবার তাঁর শহরে চলে আসার কথা৷ আসলে রঞ্জি ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স৷ তাই তাঁর আসতে যে একটু দেরি হচ্ছে তা তিনি নাকি জানিয়ে দিয়েছেন৷ শুক্রবার প্র্যাকটিশ শুরু হলেও বৃষ্টির দরুন কিছুটা বিঘ্ন ঘটে৷ কেকেআর দলের কোচ হিসেবে রয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত৷ বোলিং কোচ ভরত অরুণ৷ শুধু বাড়তি হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন গম্ভীর৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)