• ?হাতের সঙ্গে পা-ও চলবে, মারলে আওয়াজ হবে?, লোকসভার আগে ফের চাঁচাছোলা দিলীপ
    প্রতিদিন | ১৭ মার্চ ২০২৪
  • রমেন দাস: ভোট আসতেই পুরনো মেজাজে দিলীপ ঘোষ। একুশের বিধানসভা নির্বাচনের আগে দিলীপ উবাচ ছিল, ?রগড়ে দেব।? দিন কয়েক আগে নিজেকে সবথেকে ?বড় গুন্ডা? বলেছিলেন। এবার প্রয়োজনে হাতের সঙ্গে পা-ও চলবে বলে মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সঙ্গে সংযোজন, ?মারলে আওয়াজ হবে।?

    সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ বলেন, ?প্রয়োজনে শুধু হাত নয়, পা-ও চলবে। কেউ আমার ঘাড়ে পড়লে কী করব? পালিয়ে যাব? দিলীপ ঘোষ পালিয়ে যাওয়ার জন্য় আসেনি, অনেককে বাড়ি পাঠানোর জন্য এসেছি।? এ প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, ?২০ বছর ধরে ক্যারাটে শিখিয়েছি। এমনি আওয়াজ মারি না। মারলে আওয়াজ হবেই।? নির্বাচনের আগে ?গরম গরম বাক্যবাণে? তাঁর জুড়ি মেলা ভার। এবারও তার অন্যথা হল না।

    সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জিজ্ঞাসা করা হলে দিলীপ বুঝিয়ে দেন, প্রাক্তন বিচারপতিকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, ?সারা দেশেই ওঁর মতো অনেকে আমাদের দলে যোগ দেন। উনি এসেছেন, ওঁর মতো আরও অনেকে আসবে।? দিন কয়েক আগে অভিজিৎকে জিজ্ঞাসা করা হয়েছিল, গোমূত্র পান করেন? জবাবে প্রাক্তন বিচারপতি জানিয়েছিলেন, গোমূত্রের চেয়ে দার্জিলিং চা তাঁর বেশি প্রিয়। এ নিয়ে দিলীপ ঘোষের উবাচ, ?অনেকে তো কুকুরের মাংসও খায়। সেটা তাঁর পছন্দ। খাওয়া-দাওয়া নিয়ে কিছু বলার নেই।? 

    দেখুন ভিডিও
  • Link to this news (প্রতিদিন)