• Lok Sabha Election Result Date : বদলে গেল ভোটগণনার দিন! ৪ নয়, ২ জুন সিকিম-অরুণাচলের ফলপ্রকাশ
    এই সময় | ১৭ মার্চ ২০২৪
  • বদলে গেল ভোটগণনার দিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রবিবার একটি বিবৃতি দিয়ে বদলের কথা জানানো হয়েছে। ৪ জুন নয়, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে দু'দিন আগে। অর্থাৎ ২ জুন জানা যাবে সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের ফল।

    কেন আচমকা বদল হল ২ রাজ্যের ভোটগণনার দিন?নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন। ফলে সম্পূর্ণ ভোট প্রক্রিয়া এবং ফলপ্রকাশ সেই তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে। অন্য রাজ্যগুলির বিধানসভা, উপ নির্বাচন এবং লোকসভা ভোটের ফলাফলের সঙ্গে তাই ৪ জুন নয়, বরং দু'দিন এগিয়ে আনা হল এই দুই রাজ্যের বিধানসভা ভোটের গণনার দিন।সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি রাজ্যে। তালিকায় প্রথমেই রয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিম। শনিবার সাংবাদিক বৈঠকে এই রাজ্যগুলির বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশন জানিয়েছে, অরুণাচলের দু’টি লোকসভা আসনের সঙ্গে এক দফাতেই রাজ্যের ৬০টি বিধানসভা আসনেও ভোট হবে। ঠিক একইভাবে সিকিমের একটি লোকসভা এবং ৩২টি বিধানসভার ভোটগ্রহণ হবে এক দফাতেই। শনিবারের সাংবাদিক বৈঠকে যদিও জানানো হয়েছিল, এই দুই রাজ্যের লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোটের ফলাফলও ৪ জুই প্রকাশিত হবে। কিন্তু, ২৪ ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত বদল করল নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হল, ৪ জুন নয় ২ তারিখ ভোটগণনা হবে সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের।

    দেশে লোকসভা ভোট কবে-কখন?দেশে লোকসভা ভোট শুরু আগামী ১৯ এপ্রিল থেকে। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন। সাত দফায় ভোট হবে এ বছর। ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফা ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং সপ্তম দফা ১ জুন। ভোটগণনার এবং ফলপ্রকাশ হবে ৪ জুন। বাংলা, বিহার এবং উত্তর প্রদেশে মোট সাত দফায় ভোট হচ্ছে।
  • Link to this news (এই সময়)