• S Jaishankar : লোকসভা ভোটে প্রার্থী? মুখ খুললেন এস জয়শংকর
    এই সময় | ১৭ মার্চ ২০২৪
  • এখনও পর্যন্ত দু'টি প্রার্থীতালিকা ঘোষণা করেছে BJP। প্রথম ধাপে রয়েছে ১৯৫ জনের নাম। দ্বিতীয় লিস্টে রয়েছে ৭৩ জনের। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। এবার অপেক্ষায় বাকি তালিকার। এর মাঝেই গুঞ্জন, এবার কি লোকসভার লড়াইয়ে নামতে চলেছেন এস জয়শংকর? এই নিয়ে মুখ খুললেন খোদ বিদেশমন্ত্রী।গুজরাটের রাজ্যসভা সাংসদ এস জয়শংকর। কখনও লোকসভা নির্বাচনে লড়েননি তিনি। তবে কি ২০২৪ সালেই সংসদের নিম্নকক্ষে হাতে খড়ি হতে চলেছে অন্যতম ফেভারিট এই বিদেশমন্ত্রীর? তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়। সেই বিষয়টিকেই লোকসভায় গেরুয়া শিবির ব্যবহার করতে পারে, তা অস্বাভাবিক নয়। কী বলছেন বিদেশমন্ত্রী?

    লোকসভায় প্রার্থী জয়শংকর?নির্মলা সীতারমন এবং সুব্রহ্মণ্যম জয়শংকরের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনার কথা কয়েকদিন আগে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি দাবি করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন BJP-র এই দুই রাজ্যসভা সাংসদ তথা ক্যাবিনেট সদস্য। কিন্তু, স্টেপ আউট করেও কিছুটা ঢোক গেলেন প্রহ্লাদ জোশি। কিছুক্ষণের মধ্যেই নিজের মন্তব্য প্রত্যাহার করে নেন তিনি। বদলে জানান, তিনি কারও নাম করে কিছু বলতে চাননি।

    জবাব বিদেশমন্ত্রীরএকটি সংবাদমাধ্যমে কনক্লেভে ফের একবার এই প্রশ্নটি করা হয় এস জয়শংকরকে। তিনি কি এবার লোকসভায় প্রার্থী হচ্ছেন? জবাবে বিদেশমন্ত্রী তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, 'এই প্রশ্নটা আমায় না করে এই কনক্লেভের পরবর্তী বক্তাকে করুন।' উল্লেখ্য, এস জয়শংকরের পরেই ওই কনক্লেভের পরবর্তী বক্তা ছিলেন নরেন্দ্র মোদী।

    তামিলনাড়ু থেকে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জসম্প্রতি জয়শংকরকে তামিলনাড়ু থেকে প্রার্থী করার জন্য BJP-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন AIADMK নেতা কেপি মুনুস্বামী। তাঁর চ্যালেঞ্জে তামিলনাড়ুর যে কোনও কেন্দ্র থেকে প্রার্থী করা হোক নির্মলা সীতারমন এবং এস জয়শংকরকে। প্রতি তামিল মানুষের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে তা BJP টের পাবে বলে উল্লেখ করেন তিনি।

    BJP-র প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছে একাধিক হেভিওয়েট নেতা, বর্তমান সাংসদও। ফলে তৃতীয় এবং পরবর্তী তালিকায় আরও নয়া চমক থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশে কান পাতলে শোনা যাচ্ছে, এবারের নির্বাচনে ৩৭০স আসন জয়ের লক্ষ্যে মোদী তাঁর কিচেন ক্যাবিনেটের অন্যতম বিশ্বস্ত সৈনিক এস জয়শংকরের উপর লোকসভায় বাজি রাখতেই পারেন।
  • Link to this news (এই সময়)