• Varanasi Lok Sabha Constituency: নজরে স্টার কেন্দ্র বারাণসী, মোদীর বিরুদ্ধে ময়দানে কোন হেভিওয়েট? তুঙ্গে জল্পনা
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১৯ এপ্রিল থেকে দেশে ভোট। ভোট মিটবে ১ জুন। এবার ভোট হচ্ছে সাত দফায়। প্রয়ার ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রথম দল হিসেবে ভারতীয় জনতা পার্টির তরফে প্রার্থী তালিকা প্রকাশ করায়। প্রথম দফা প্রকাশিত প্রার্থী তালিকাতেই নাম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবারও তিনি লড়ছেন বারাণসী থেকে।মোদীর বিপরীতে প্রার্থী কে?

    প্রধানমন্ত্রী নিজে গুজরাটের হলেও উত্তর প্রদেশের এই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়ে সংসদে পা রেখেছিলেন প্রথমবার। ২০১৪ সালের গুজরাটের বরোদার পাশাপাশি বারণসী থেকে প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদী। সেবার বারণসী আসন থেকে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোদীর বিরুদ্ধে। সেই প্রতিদ্বন্দ্বিতায় মোদীই জয়লাভ করেছিলেন। এরপর ২০১৯ সাল আরও বেশি ভোটের ব্যবধানে জিতে এই আসন থেকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন মোদী। সেবার জয় পেয়েছিলেন সমাজবাদী পার্টির শালিনী যাদবের বিরুদ্ধে লড়াই করে। উত্তর প্রদেশের বারণসী 'মোদী গড়' নামেই পরিচিত। এবার গেরুয়া শিবির তাঁকেই প্রার্থী করেছে এই আসন থেকে। এখন দেখার এই আসন থেকে কাকে প্রার্থী করে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস।

    মোদী ভার্সেস কার লড়াই হয় তা দেখার জন্য মুখিয়ে দেখার জন্য মুখিয়ে দেশবাসী। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, এই আসনে কোনও হেভিওয়েটকে প্রার্থী করা হতে পারে। রফাসূত্রের আগে সমাজবাদী পার্টি বারাণসী থেকে প্রার্থী ঘোষণা করে ফেলেছিল। তবে নতুন সমীকরণ অনুযায়ী, সপা নয় কংগ্রেসের ঝুলিতে পড়ছে বারাণসী আসনটি। অর্থাৎ মোদীর বিরুদ্ধে দেখা যাবে কংগ্রেসের কোনও হাইপ্রোফাইল নেতাকে। যদিও ২০১৯ সালে প্রথমে গুঞ্জন শোনা গিয়েছিল বারণসী আসন থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে টিকিট দেবে দল। তবে সে গুঞ্জন অবশ্য সত্যি হয়নি। টিকিট পান কংগ্রেস নেতা অজয় রাই। এদিকে বারাণসী আসনটি সেই ১৯৯১ সাল থেকেই বিজেপির শক্ত গড় হিসেবে পরিচিত। মোদীর আগে বারণসী আসনটি বিজেপির প্রবীণ নেতা মুরলি মনোহর যোশীর হাতে ছিল।

    বারাণসীতে ২০১৯ সালে ভোট

    ২০১৯ সালেও এই আসনে মোদীর বিরুদ্ধে লড়েছিল সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। এবার ইন্ডিয়া জোটের চুক্তি অনুযায়ী, এই আসন থেকে কংগ্রেস লড়াই করবে সমাজবাদী পার্টির সমর্থনে। তবে এখনও কংগ্রেস এই আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেনি। কাকে প্রার্থী ঘোষণা করা হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের।

    লোকসভা নির্বাচন ২০২৪-এর নির্ঘণ্ট প্রকাশ! জানুন একনজরে

    বারণসীতে কবে ভোট?

    দেশের বাকি সব লোকসভা আসনের সঙ্গে বারণসী আনে ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। এই কেন্দ্রে নরেন্দ্র মোদীকে পরীক্ষায় হবে জুন মাসের ১ তারিখে।
  • Link to this news (এই সময়)