• কবে মাঠে নামছেন পাঠান? বহরমপুরের ঘূর্ণি পিচে নয়া প্রচার কৌশল তৃণমূলের
    এই সময় | ১৮ মার্চ ২০২৪
  • প্রার্থী তালিকায় অন্যতম সেরা চমক ছিল তৃণমূল কংগ্রেসের। বহরমপুরের পাঁচবারের জয়ী সাংসদ অধীর চৌধুরীর কেন্দ্রে এবার ঘাসফুলের বাজি প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার নিয়ে মুখিয়ে আছে স্থানীয় তৃণমূল কর্মীরা। তবে বহরমপুরের মাটিতে কবে পা রাখছেন তিনি?জেলা তৃণমূল সূত্রে খবর, আগামী ১৯ মার্চ মঙ্গলবার মুর্শিদাবাদে ঢুকছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ২০ মার্চ থেকেই জেলাজুড়ে জোর কদমে প্রচারে নামবেন সেলিব্রিটি ক্রিকেটার ইউসুফ পাঠান। আর সেদিনই বেলডাঙা-১ ব্লকে এক মেগা যোগদান সভায় হাজির থাকবেন ইউসুফ। দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকাও তুলে দেবেন তিনি। ইউসুফের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেওয়ার অপেক্ষায় তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করে কার্যত আবেগে টগবগ করছেন তাঁরা।

    বহরমপুরে ইউসুফ পাঠানের থাকার ব্যবস্থাও করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণেই ইউসুফের জেলায় পা দেওয়ার আগে সেই জায়গা সামনে আনতে চাইছে না শাসক দল। ভোট শেষ না হওয়া পর্যন্ত সেখান থেকে প্রচার সারবেন তিনি। এই কেন্দ্র থেকে তিনি জয়ী হলে পরবর্তীকালে তাঁর নিজস্ব বাসস্থানের ব্যবস্থা করা হতে পারে।

    বিগ্রেড থেকেই রাজ্যের ৪২ আসনের প্রার্থী ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় এলাধিক চমকের মধ্যে ছিল বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীরের প্রতিদ্বন্দ্বীর নাম। পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন ভারতীয় দলের প্রাক্রন ক্রিকেটার ইউসুফ পাঠান। সেদিন থেকেই উচ্ছ্বসিত হয়ে উঠেছে মুর্শিদাবাদের ক্রিকেট প্রেমী সহ যুব সমাজ ও তৃণমূল শিবির। জেলা নেতৃত্বদের কাছে বারবার ফোন আসছিল ইউসুফ পাঠান কবে জেলায় ঢুকছেন? তাঁর কোন সদুত্তর দিতে পারেনি ঘাসফুল শিবির।

    ২ নির্বাচন কমিশনারের নাম জানালেন অধীর রঞ্জন চৌধুরী

    এদিন ইউসুফ পাঠানের প্রচারে আসার দিন স্থির করে দিয়েছেন তাঁরা। তৃণমূলের এক শীর্ষ নেতৃত্ব বলেন, আগামী ১৯ মার্চ তল্পিতল্পা নিয়ে বহরমপুরে পা রাখছেন ইউসুফ। সেদিনই জেলা তৃণমূল নেতৃত্বদের সঙ্গে পরিচয় পর্ব সারবেন তিনি। পরদিন থেকেই প্রচারে ঝাঁপাবেন। বেলডাঙা-১ ব্লকের দক্ষিণ জোনের ব্লক সভাপতি দীপক মণ্ডল বলেন, ২০ মার্চ বেলডাঙায় মেগা জয়েনিং সভার আয়োজন করা হয়েছে। সেদিন সেই যোগদান সভায় হাজির থাকবেন আমাদের প্রার্থী।

    অন্যদিকে, মুর্শিদাবাদ জেলা সম্পর্কে ওয়াকিবহাল নন গুজরাটের বাসিন্দা ইউসুফ। ফলে জেলা তৃণমূল নেতৃত্ব প্রচারের একটি ব্লুপ্রিন্ট সাজিয়ে রেখেছেন। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘২০১৯ সালে ব্যাপক লিড পেয়েছিলেন অধীর চৌধুরী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর বিজেপির দখলে গিয়েছে। সেই হিসাবেই আমরা বহরমপুরকে পাখির চোখ করেই প্রচারে ঝাঁপাব। তাঁর জন্য কোন কোন জায়গায় প্রচারে বিশেষ নজর দেওয়া হবে, সে ব্যাপারে একটি রূপরেখা তৈরি করেও দেওয়া হয়েছে জেলা তৃণমূলের তরফে।
  • Link to this news (এই সময়)