• Sisir Adhikari: ‘শুভেন্দু মারলে বাঁচত না!’, মমতার চোট নিয়ে বিস্ফোরক শিশির, পাল্টা কী জবাব তৃণমূলের?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • Sisir Adhikari Attacks Mamata Banerjee:

    পাল্টা দিয়েছে তৃণমূল। একটি সংবাদমাধ্যমকে শিশিরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেছেন, ‘একজন বর্ষীয়ান রাজনীতিবিদের মুখে এধরনের কথা, এমন নির্লজ্জ আচরণ আর কেউ করতে পারে বলে আমার জানা নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতাতেই জীবনে প্রথম এবং শেষবার সাংসদ-কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শিশির অধিকারী। সাংসদ জীবনের সবকিছু উপভোগ করে বিগত কয়েক বছর ধরে বিজেপির হয়ে দালালি করছেন। আজকে তিনি বাংলা তথা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কটাক্ষ করছেন। আসলে তাঁর ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী অশ্রাব্য আক্রমণ করেন, কটাক্ষ করেন কুরুচিকর ভাষায় সেটা কোথা থেকে শিখেছেন তা বোঝা গেল। জেনেটিক কনফিগারেশনটা কোথা থেকে হয়েছে সেটা প্রমাণ হল, উৎসটা জানা গেল। বাড়িতে যেমন শিক্ষা-দীক্ষা পেয়েছেন সেটাও জানা গেল।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)