Motivational Story: দাঁতে দাঁত চিপে লড়াই জারি বঙ্গ তনয়ার, মাস্টার্স করে ঠেলাগাড়িতেই শুরু স্বপ্ন বোনার পালা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
সাধারণের মাঝে থেকে কিছু মানুষ তাদের নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে অসাধারণ হয়ে ওঠেন। তেমনই একজন সোদপুরের কেয়া ব্রক্ষ্ম।
এবার কেয়া ঠিক করেন আর চাকরির খোঁজ করবেন না। সুকচর পোস্ট অফিসের সামনে কেয়া একটা খাবারের দোকান দেন। মেয়েকে মনের জোর দিতে, তাকে হাতে হাতে কছু সাহায্য করতে রোজই অসুস্থ শরীরে দোকানে আসেন মা। কেয়া বলেন, ‘দোকানটা একটু দাঁড়িয়ে গেলে বাবাকে আর গাড়ি চালাতে দেব না’। কারুর থেকে কোন সাহায্য নিতে চান না কেয়া । বাবা-মা-পরিবারের জন্য কেয়ার এই লড়াই অনুপ্রেরণা জুগিয়েছে লাখো মানুষকে।