• জয় শাহ মাথামোটা, কোহলিকেই বাদ দিতে চাইছেন বিশ্বকাপে! ভয়ানক বোমা এবার তৃণমূলের বিশ্বকাপজয়ী তারকার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • Kirti Azad on Jay Shah planning to keep Virat Kohli out of t20 World cup squad:

    ২০২২ সালের টি২০ বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। সেই দলে রোহিত আর কোহলি দুজনেই ছিলেন। তারপরই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে টি২০ টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু, ২০২৩-এর একদিনের বিশ্বকাপে কোহলি এবং রোহিত দুর্দান্ত খেলেছেন। কোহলি করেছেন ৭৬৫ রান। আর, রোহিত করেছেন ৫৯৭ রান। এরপর হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে জানুয়ারি মাসে ঘরের মাঠে আফগানিস্তানকে মেন-ইন ব্লু ৩-০ ব্যবধানে হারায়। এই দলের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। তারপরই জয় শাহ নিশ্চিত করেছিলেন যে রোহিতই চলতি বছরের শেষের দিকে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)