Rudranil – Raj: ঠোঁটকাটা স্বভাবের জন্য রুদ্রনীল সবসময় আলোচনায় থাকেন। অভিনেতা হিসেবে হোক কিংবা রাজনীতিবিদ হিসেবে, তিনি সত্যি কথা বলতে পিছপা হননা। এবার সাফ জানালেন বন্ধু পরিচালকদের প্রসঙ্গে…
প্রসঙ্গত, অভিনেতা সিনেমা এবং রাজনীতি পাশাপাশি সামলে চলেছেন। নিজের লেখার মাধ্যমেও তিনি ঝড় তোলেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে, তাঁকে দেখা যাবে অজয় দেবগণের ময়দান ছবিতে।