• Dhruv Jurel: IPL না থাকলে দেনায় বিকিয়ে যেত পরিবার! লজ্জা না করে নিজের অর্থকষ্ট সামনে আনলেন টিম ইন্ডিয়া সুপারস্টার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • IPL contract helped Dhruv Jurel clear debt of his parents:

    তবে, সেসব এখন অতীত। ধ্রুবর নজরে এখন আইপিএল আর নিজের দল রাজস্থান রয়্যালস। ভক্তদের কাছে যা পিংক আর্মি নামে পরিচিত। ২৩-এ ১৩ ম্যাচে তাঁর রান ছিল ১৫২। এবারের লক্ষ্য, তাকেও ছাপিয়ে যাওয়া। গতবারের ইমপ্যাক্ট খেলোয়াড়ের প্রতি রাজস্থান ভক্তদেরও আস্থা নেহাত কম নয়। ছোট অবস্থায় তাঁকে ক্রিকেট কিট কিনে দিতে গিয়ে তাঁর মা সোনার চেন বিক্রি করে দিয়েছিলেন। আইপিএল খেলার টাকা দিয়ে মাকে গয়না কিনে দিয়ে সেই ঋণ শোধ করেছেন রাজস্থানের ছেলেটি। এবার তাঁর মত নতুন মুখের ওপর আস্থা রাখায় ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর আস্থা রাখার পালা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)