• Elvish Yadav arrest: বিদেশি মেয়েদের সাপের বিষ পাচার! Bigg Boss জয়ী বিখ্যাত ইউটিউবার পুলিশের জালে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ মার্চ ২০২৪
  • Noida police arrest Bigg Boss winner Elvish Yadav:

    পুলিশ ঘটনায় ২০ মিলিলিটার সাপের বিষ, পাঁচটি কোবরা, একটি অজগর, দুটি দুই মাথাওয়ালা সাপ এবং একটি ব়্যাটেল স্লেক উদ্ধার করেছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে, জয়পুরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো নমুনায় ক্রাইটের বিষ পাওয়া গেছে। এফআইআরটি নয়াদিল্লির সেক্টর ৪৯ থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) আর বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের ৯, ৩৯, ৪৮এ, ৪৯, ৫০ এবং ৫১ ধারায় করা হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)